Monday 5 March 2012

বিভিন্ন পরীক্ষার ফল দেখুন


    
    gn-sanaullah.blogspot.com
    
  • শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল এখানে ক্লিক করুন।
  •  শিক্ষক নিবন্ধন ওয়েবপেজ  এখানে ক্লিক করুন।
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এখানে ক্লিক করুন ।
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েব এড্রেস জানতে এখানে ক্লিক করুন ।

Monday 6 February 2012

Dolancer সাইটে ইনকাম/আয় করছেন! ভাল কথা!! কিন্তু এই সকল সাইট সম্পর্কে আপনি কতটুকুই বা জানেন?

আসসালামু আলাইকুম।




সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের আমার শেষ পোষ্ট। পোষ্টটি কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার বিষয়ক নয়। বরং জনসচেনতা মূলক বা পাক্ষিক প্রতিবেদন হিসাবে পেশ করছি। যদি এই পোষ্টটি না পড়েন তাহলে ইনকামের অনেক গোপনীয় উৎসবলী ও জালিয়াতির অনেক তথ্য থেকে নিজেকে বঞ্চিত করবেন। তাই সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব। Please red this post & share it other person.


কিছুদিন পূর্বে আমি আমার প্রথম পোষ্ট ডলার ইনকাম বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম।তখন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই পোষ্টকে কেন্দ্র করে অনেক ভিজিটর ও ব্লগার ভাইদের ভাল ভাল মন্তব্য পেয়েছি। মূল কথা এই মন্তব্যর মাধ্যমেই অআমার এই সাইটে লেখার প্রতি আরও উৎসাহ বৃদ্ধি পেয়েছে। মূলত আপনাদের কাছ থেকে বেশ ভালই সাড়া পেয়েছি বলে মনে করছি। এই জন্য আবারও আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপণ করছি।


প্রথম পোষ্টটি করবার পর ভাবলাম। আরো কিছু সাইট আছে কিনা যেখানে ফ্রীভাবে ইনকাম করা যাবে।নিজেও ভেরিফিকশনে থাকলাম।এবং বিভিণ্ন বন্ধুমহলকে নির্দেশনা দিলাম এই রকম যদি ইনকামের সাইট থেকে থাকে তাহলে আমাকে জানাতে।


ইনকামের মূলত প্রধান ২টি প্রফেশনাল সাইট হল- Google Adsense, Odesk এবং Freelancer.com। আন্তজার্তিক হিসাবে ও এই দুটি প্রতিষ্ঠান বিশেষ খ্যাতি লাভ করেছে ও অসংখ্যা Adward পেয়েছে। এই দুটি সাইট প্রত্যেকের কাছেই কম-বেশী সুপরিচিত। আসলে এই দুটি সাইট থেকে প্রত্যেকেরই ইনকাম করতে ইচ্ছা থাকে। কিন্তু সমস্যা একটি জায়গাতে তাহল-


১। কম্পিউটার ব্যবহারকারী হিসাবে অনেকদিন জড়িত থাকতে হবে।


২। কম্পিউটারে অনেক বিষয়াবলী সম্পর্কে ধারনা থাকতে হবে যেমন-Java, C progaming, Graphics, Internet, Data work ইত্যাদি।


৩। ভাষা জ্ঞান হিসাবে ইংরাজী ভাল জানতে হবে।


৪। অনেকক্ষনধরে কাজ করার ক্ষমতা বা পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। এখানে যেমন- প্রথম দিকে দৈনিক প্রায় ৩-৪ ঘন্টা কাজ করে ১৫ ডলার আয় করতেও পারেন আবার শূন্য হতে পারে। এই কারনে অনেকে এই সকল সাইটে প্রথমদিকে কাজ করবার মনমানসিকতা হারিয়ে ফেলেন। আবার যারা কাজ করছেন তারা এই সকল সাইট হতে মাসে প্রায় ১৫,০০০/- হতে ৬০,০০০/- টাকা পর্যন্ত আয় করেন। সত্যি কথা বলতে কি – কোন কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয় এটাই স্বাভাবিক বিষয়।


৫। আমি নিজেও এই সকল সাইটে মাঝে মধ্য কাজ করি কিন্তু ততটা না। আপনারা আবার মনে করেন না, আমি Google Adsense এবং Freelancer.com বিষয়ে খুব Expert technicians। না ভাইয়া, আমি আপনাদের মতই একজন সাধারন পিসি ইউজার। Expert master নয়। অনেকটা শখের বশে কাজ করি। আমি এই সাইটে কাজ করার রেজিঃ করেছি প্রায় ১১ মাস পূর্বে। কিন্তু ইনকাম কত করেছি জানেন মাত্র ৯৩ ডলার। তাহলে অবস্থাটা বুঝুন।


আমি আশা করি আমার এই পোষ্টটি পড়ে হয়ত কোন Expert master/Person এই বিষয়ে পরবর্তীতে পোষ্ট করতে পারেন। করলেতো সকলের উপকারে আসবে। তাছাড়া ইতিপূর্বে হয়ত কোন শ্রদ্ধেয় ব্লগার ভাই Google Adsense এবং Freelancer.com নিয়ে পোষ্ট করেছেন কিনা সেটা আপনারা অনেকেই ভাল জানেন। আমি তো এই ব্লগে নতুন তো, তাই আমার জানা নাই। যদি কেউ পোষ্ট করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে ভূলবেন না। আমি হয়ত অনেক অজানা বিষয় সম্পর্কে স্চ্ছ ধারনা পাব।


৬। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়-অন্য সাইটের টাকা আপনার মারিং-চিটিং হলেও এই Google Adsense এবং Freelancer.com সাইটের ইনকামের অর্থ উত্তলোনে কোন প্রকার জালিয়াতি নাই যা অআজ পর্যন্ত প্রমাণিত হয় নাই।


আমি যেহেতু Student তাই আমার নিজেরও ঐ সকল সাইটে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। কেননা, একেতো ধৈয্য থাকতে হবে। অপরদিকে আবার সময়ের অপচয়ের ব্যাপার আছে। কিন্তু যারা প্রফেশনাল হিসাবে এই সাইটে ক্যারিয়ার গড়ছেন সেটি ভিন্ন কথা। তাই আমি নিজে এমন একটি সাইট বেছে নিলাম যেখানে এতসব কিছু লাগবেনা, সময় অপচয় হবেনা, নেটের টাকার অযথা খরচ হবে না কিন্তু খেলার ছলে সত্যিকার অর্থে কিছু টাকা ইনকাম করা যাবে। এইগুলো মূলত পিটিসি বা বিজ্ঞাপণ সাইট। এইরকম একটি সাইটের সাথে অবশ্য আমি নিজেও পূর্বে আমার প্রথম পোষ্টে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। পোষ্টটি ছিল-“বিজ্ঞাপণে মাউস পয়েন্টার ক্লিক করুন, আর প্রতি ক্লিকে ১ ডলার ইনকাম করুন।“ অনেকে পড়েছেন কিনা আমার জানা নাই। যদি সময় সুযোগ পান তাহলে আমার প্রথম পোষ্টটি দেখতে পারেন।


যাইহোক অনেক কথা হল।ঐ পোষ্টটি করবার পর এবার ভাবলাম পিসি হেলপ লাইনের বন্ধুদেরকে আরো একটি ইনকাম সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা হয়ত অনেকেই এই সাইটের নাম শুনেছেন কিনা তা আমার জানা নাই। সাইটটি অনেকটা Freelancer.com সাইটের মত। সাইটটির নাম Dolancer। অনেকেই হয়ত সাইটটিতে কাজ করছেন। আমি নিজেও এই সাইটের কথা অনেক পূর্বে শুনেছিলাম। কিন্তু সাইটটি সম্পর্কে ভাল-মন্দ উভয় কথাই শুনছিলাম। উদাহরন হিসাবে বলছি কিছুদিন পূর্বে (এই পোষ্ট লেখার ৩/৪ দিন পূর্বে) আমার কাছে বেশ কজন ব্যাক্তি(পেশায় ছাত্র) তারা Dolancer এ- কাজ করতে আমন্ত্রণ জানালো এবং সেই সাথে প্রস্তাব দেয়া তার সাইটে/একাউন্টে কাজ করলে তার ইনকামের অর্ধেকটা আমাকে দিবে। ঘটনাটা আসলে Interesting but …..detective। আমি বললাম ভাই আপনি এই সাইটে কত দিন ধরে কাজ করছেন? প্রতিউত্তরে সে জানাল তা প্রায় ৬/৭ মাস। এবং মাসে প্রায় তার ৬০০০/৭০০০/- টাকা ইনকাম হয়। এবং ব্যাংক চেক বা এটিএমের মাধ্যমে নগদ হাতে হাতে অর্থ পাওয়া যায় ইত্যাদি।


আমি মনে মনে তাদের এই ধারনাটাকে আংশিক মেনে নিলেও মনের সন্দেহ প্রবাণতা দূর করতে পারলাম না বিশেষত ৩ টি কারনে-


১। যেহেতু পূর্বের রেফারেলে বলা হয়েছে-এই সকল অর্থ ব্যাংক চেক বা এটিএমের মাধ্যমে সরাসরি উত্তলোন করা যায়। কিন্তু আমার জানামতে আমাদের দেশে সকল বাণিজ্যক/বেসরকারি ব্যাংক এই সকল সাইটের অর্থ প্রেরনে সহয়তা করেন না । তবে, ভেরিফিকেশনভাবে জানতে পারলাম ডাচ বাংলা ব্যাংক থেকে Dolancer এর অর্থ স্বত্ত স্বাপেক্ষে উত্তলোন করা যায়। তাছাড়া তো তাদের ভেরিফিকেশনের ব্যাপার আছে। এবং কিছু বাণিজ্যিক ব্যাংকে পূর্ব থেকে আমার কিছু পরিচিতজন কর্মরত আছেন তাদের মধ্য ডাচবাংলা ব্যাংকের একজন কর্মকর্তা জানালেন, Dolancer সাইটি কতটুকু নির্ভরযোগ্য তা তারা জানেন না এই নিয়ে অনেক নেগেটিভ কথাও শুনেছেন। তবে এটি একটি দেশী সাইট এর বেশীর ভাগই গ্রাহকই বাংলাদেশী।তাছাড়া সম্প্রতি এই কোম্পানীর সাথে ডাচবাংলার একটি চুক্তি হয়েছে। তাই দেশী গ্রাহকদের অর্থ উত্তলোনে সহায়তা করা হয়। মূলকথা Dolancer এর সাথে চুক্তি করাটা হল মুলত ডাচবাংলার এক রকম ব্যবসায়িক পলিসি। অর্থাৎ ডাচবাংলা ব্যাংকের সাথে যতদিন Dolancer এর চুক্তি থাকবে সেই হিসাবে ব্যাংকে সার্ভিস চার্জ প্রদান করতে হবে Dolancer কেই। এখন তারা ভাওতাবাজি করল না এল.এম.এম ব্যবসা করল সেটা ব্যাংকের দেখার বিষয় নয়। সরকার পর্যায়ের দেখার বিষয়। অপরদিকে অন্যান্য ব্যংক এই রকম সাইটে তারা নাকি ইনকামের অর্থ প্রেরন করেন না। তবে এই রকম ইনকাম সাইটের অর্থ তারা মূলত প্রেরন করেন বা সার্পোট করেন বা গ্রাহক সরাসির এটিএম বুথ থেকে অর্থ উত্তলোন করতে পারবেন যদি Money Bookers বা Payonear মাষ্টার কার্ড থাকে। আবার এই কার্ড গুলো করাও অনেকটা ঝামেলার ব্যাপার।


২। আমার দেশের বাড়ীর অনেক বন্ধুরাই Freelancer.com সাইটের পাশাপাশি Dolancer কাজ করছে এমন অনেকেই আছেন। তাদের একজন আমাকে জানাল দোস্ত অনেকদিন ধরেই কাজ করছি। প্রায় কয়েক লক্ষ টাকা আয় করেছি।কিন্তু ব্যাংক সাপোর্ট না থাকাতে উঠাতে পারছিনা। এখন অনেক বায়ার আছেন যারা আমার এই অর্থ গুলো ক্রয় করতে চায়। কিন্তু জালিয়াতির প্রশ্ন থাকাতে পারছিনা। আবার এই সাইটে নিয়মিত কাজ না করলে, কারনে অকারনে অর্থ কেটে রাখে কি হিসাবে তা নিজেও জানিনা ইত্যাদি এই রকম বহু অভিযোগ। তাছাড়া এমনও অনেকের কাছে অভিযোগ শুনেছি আমাদের জেলা শহরে যারা Dolancer এ কাজ করে কোন আজ পর্যন্ত কোন অর্থ পান নি।পরিশেষে দেখা গেছে তাদের একাউন্ট জিরো।এর মধ্য আবার অনেকেই Freelancer.com সাইটের অর্জিত অর্থ উত্তলোন করতে পেরেছেন তথা- ৩য় পক্ষের মাধ্যমে এবং বিভিন্ন Mastercard ব্যবহার করে।


৪। যারা আমাকে বলেছিলেন অর্থ ঐ সাইট থেকে প্রতিনিয়ত অর্থ উত্তলোন করেন, তারা আমাকে কোন চেক বা রশিদ দেখাতে পারেন নাই। উত্তরে তারা বলেছিলেন, চেক রশিদ লাগেনা স্বয়ংক্রিয়ভাবেই এটিএমে জমা হয়। মূলত আপনি যে কোন ধরণের অর্থ উত্তলোন করেন ব্যাংকের মাধ্যমে তার চেক বা রশিদ লাগবেই। আরেকটি কথা পৃথিবীর যে সকল দেশে প্যাপল বা এলার্টপের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তলোন করা হয় সেখানেও পূর্ব থেকেই ভেরিফিকেশন করা হয়। অর্থাৎ প্যাপল বা এলার্টপের মাধ্যমে যে ব্যাংকে Withdraw করা হবে সেই ব্যাংকে পূর্ব থেকেই প্যাপল, এলার্টপে তাদের কোন রশিদ/চেক পাঠিয়ে দেয়। মুল কথা প্যাপল, এলার্টপে যেমন ব্যাংকে ভেরিফিকেশন করে ঠিক তেমনি ব্যাংকও প্যাপল, এলার্টপের ভেরিফিকেশন করে। আপানারাই বলুন, ব্যাংক কি আর অত পাগল! যে চাহিবা মাত্রই আপনাকে টাকা দিতে প্রস্তুত থাকবে। কেননা, আমাদের দেশের সকল ব্যাংক গুলোকে অর্থ সংক্রান্ত কাজে ভেরিফিকেশন করতে হয়। কেননা, বিদেশ থেকে যে অর্থ আসছে তা যদি কোন জেএমবি বা নাশকতামূলক প্রতিষ্ঠান প্রেরন করে থাকে। তাই সকল ব্যাংক গুলোকে অবশ্যই সরকারের জবাবদিহি করতে বাধ্য।


৩। বিভিন্ন পত্রিকার বিজ্ঞাপণে স্বছ্ছ বিষয় বেশকিছু নামিদামী ট্রেনিং সেন্টার হিসাবে Google Adsense, Freelancer.com & Odesk এর বিজ্ঞাপন দিয়েছে কিন্তু Dolancer এর বিজ্ঞাপন চোখে পড়েনি। তারা তো Dolancer বিজ্ঞাপন দিতে পারত কিন্তু দেয়না কেন? নিশ্চয় এর মধ্য কারসাজি আছে বন্ধু!


যাইহোক পরিশেষে আমার নিকটে আসা ঐ সকল ব্যাক্তিদেরকে আমি বললাম, আমার তো কাজের সাইটের অভাব নাই। অনেক জায়গা থেকে এই বিষয়ে ব্লগ, কমেন্ট ও অফার পাই। কিন্তু ভেরিফিকেশন কোন সত্যতা না পেলে ভাই আমি ঐ সকল সাইট এড়িয়ে চলি। সুতরাং পরবর্তীতে আপনাকে মতামত জানাব কেমন?


পূর্ব থেকেই আমার যে সকল ফ্রেন্ডরা ঢাকায় অধ্যায়ন করে তাদেরকে বলে রেখেছিলাম এই বিষয়ে যেন আমাকে কমেন্ট/মেইল করে। কেননা, ঢাকায় যারা থাকেন প্রযুক্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তারা নিশ্চয়ই আমার থেকেও বেশী আপডেটেড বলে মনে করি। এর মধ্য আমি নিজেও Dolancer সম্পর্কে বেশ কিছু তথ্যাবলী পেয়ে গেলাম। অপরদিকে ঢাকা থেকে আমার বেশ কয়েকজন বন্ধু রিপোর্ট পাঠাল যার সবগুলোই নেগেটিভ। আমার মামাত ভাই ও একজন ফ্রেন্ড আমাকে অবশ্য Dolancer একটি সম্পর্কে পরিপূর্ণ একটি রিপোর্ট পাঠিয়েছে পিডিএফ ফাইল আকারে। অবশ্য তারা হয়ত কোন ব্লগ সাইট থেকে কালেকশন করেছে বুঝতে পারলাম। বিষয়টি আমি পরিপূর্ণভাবে পড়লাম। এখানে স্ববিস্তারে Dolance এর প্রতারনা ও অন্যান্য বিষয়াবলী সম্পর্কে Aটু Z দেওয়া আছে। মুলত আমি যা খুজতে ছিলাম তাই পেয়ে গেলাম। সুতরাং নতুন করে আমাকে কিছু লিখতে হল না। তবে এই তথ্যাবলীকে অআপনাদের সুবিধার জন্য এক নজরে পেশ করছি-


১। এই সাইট থেকে যতটুকু তথ্য পেলাম দেখা গেল এই সাইটের ৯৯.১% ভিজিটর বাংলাদেশ থেকে!


২। এটিকে আমেরিকান সাইট বলা হলেও ডাহা মিথ্যা কথা! এই সাইটের জন্ম ঢাকায় হয়েছে।


৩। এই সাইটের ডোমেইন কেনা হয়েছে GoDaddy থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে। হালনাগাদ করা হয়েছে গত ২৭ সেপ্টেম্বর তারিখে। হোস্টিং কেনা হয়েছে SoftLayer নামক সস্তা একটি প্রতিষ্ঠান থেকে। ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিংক-


http://who.godaddy.com/whois.aspx?domain=dolancer.com&prog_id=GoDaddy


৪। ডুল্যান্সাররা দাবী করেন রোকন সাহেব এই ডুল্যান্সারের বাংলাদেশ অফিসের প্রধান। ইনি কি আমেরিকা থেকে বাংলাদেশ অফিস চালান? রোকন সাহেবের অস্তিত্বের ব্যাপার বলি। এই ডুল্যান্সারের ফেইসবুক ফ্যানপেইজে যান (http://www.facebook.com/dolancerinc) পেইজের বাম দিকে নিচে দেখবেন Likes-এর নিচে Rokon U. Ahammed.


৫। এই সাইট কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে করা হয়েছে। যাঁরা জানেন, তাঁরা ঘটনা আঁচ করেছেন। সাইটের SQL ইনজেক্ট করা যায়! কয়েকটি লিংক দেখলে কিছুটা বুঝতে পারবেন।
লিংক একঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/flag, পেইজের এক জায়গায় পাবেন
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: pName
Filename: project/viewAllProjects.php
Line Number: 20


লিংক দুইঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/0 দেখুন, জগাখিচুড়ি!
লিংক তিনঃ http://dolancer.com/?keyword&c=search&category&group1=Providers এই পেইজ লোড হয় না।
লিংক চারঃ http://dolancer.com/?keyword একই কেইস।
লিংক পাঁচঃ http://dolancer.com/index.php/about লিংকের পুরোটা খেয়াল করুন, একটা সাইটের লিংক কখনো এরকম হয়?


এখন Dolancer এর আরো অজানা মজার তথ্য ও বিচিত্র ঘটনা জানতে যাদের আগ্রহ রয়েছে তারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে ঝটপট পড়ে ফেলুন ও অন্যকে পডতে উসাহিত করুন। ডাউনলোড লিংক এখানে -http://www.ziddu.com/download/18502243/AMDdolancer.zip.html


অনেক বক বক করলাম। আজ এই পর্যন্তই। ফাইলটি পড়তে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এখানে অবশ্য আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নাই। কেননা, মুল থিমটি যে ব্লগার ভাই (অপরিচিত) লেখেছেন, আমার বন্ধুরা এবং আমার মামাত ভাই হেজাজ বিন ইউসুফ যিনি আমাকে এই ফাইল প্রেরন করেছে। মুলত তারা সবাই ধন্যবাদ পাবার দাবিদার বলে মনে করি। তা না হলে আমি আপনাদের কে এই পোষ্টটি সম্পর্কে সঠিক ধারনা ও স্বচ্চতা থেকে বাদ রাখতাম।


Dolancer সম্পর্কে আমার সার কথাঃ


পূর্বে একটু শখ হয়েছিল ডোল্যান্স এ- কাজ করব। কিন্তু যখন এই সমস্ত তথ্যাবলী গোমর ফাঁস হল অতপর আমার আর এই সাইটে কাজ করার আগ্রহ মন থেকে ডিলেট করলাম। যেহেতু প্রতিবেদনটি পড়ে অনেক অজানা বিষয় গুলো জানতে পারলাম। তাই সর্বশেষ সিদ্ধান্ত অনুয়ায়ী আমি এই সাইটে কাজ না করবার ইচ্ছা পোষন করেছি।এবং আমার পরিচিতজন ও বন্ধুদের অনেকেরই এই বিষয়ে জানিয়েছি । কাজ যদি করতেই হয় তাহলে বৈধ সাইট Google Adsense ,Freelancer.com & Odesk, Forex বা অন্য কোন বিশ্বস্ত PTR/PTC সাইটে কাজ করব।


এখন আপনাদের সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনাদের। কেননা, সাবধানতা সংকেত জানার পরও কেউ যদি পঁচা শামুকে নিজের পা কাটায় তাহলে তো উদোর পিন্ড বুধোর ঘাড়ে এই কথাটি তখন হয়ত প্রযোজ্য হবে না।